Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে আ.লীগের প্রতিবাদ সভা

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন আ.লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার জগতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয় আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটুর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোজাম্মেল হক টিটু, সাধারণ সম্পাদক আলহাজ কাজী কাইয়ুম। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন ফেক ও নামে বেনামে ফেইসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে অপপ্রচার করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা বলেন, আমরা যখন কমিটি গঠন করি উপজেলাসহ উক্ত ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সকলের সমন্বয়ে কমিটি গঠন করেছি। এখানে কোন বিএনপি, জামায়ায়েত বা অন্য কোন দলের লোকদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়নি। যারা ফেইস বুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে উক্ত ইউনিয়ন আ.লীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তাদেরকে আহবান করবো উপজেলাসহ ইউনিয়ন নেতাদের নিয়ে কোন ভুলত্রুটি থাকলে সমাধান করার জন্য। এসময় ইউনিয়ন আ.লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধরণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ