Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে কৃষক প্রশিক্ষণ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

বেগুন ও টমাটোর ঢলে পড়া রোগ শনাক্তকরণ ও দমন ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), ঠাকুরগাঁঁও-এর আয়োজনে ঠাকুরগাঁও বিএআরআই প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। কৃষি গবেষণা ফাউন্ডেশন, বিএআরসি, ফার্মগেট, ঢাকা-এর অর্থায়নে ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান-এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠাত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএআরআই, গাজীপুরের উদ্ভিদ রোগতত্ব শাখার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাফরুহা আফরো। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বেগুন ও টমাটোর ক্যান্সারতুল্য ঢলে পড়া রোগের লক্ষণ সনাক্তকরণ ও তার কার্যকর দমন ব্যবস্থাপনা বিষয়ে করণীয় সম্পর্কে উপস্থিত কৃষকদের অবহিত করেন। প্রশিক্ষণটি জেলায় কৃষকদের নিরাপদ ও লাভজনক বেগুন ও টমাটো চাষে সাফল্য বয়ে আনবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ