Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে কাউন্সিলর তানাকার ইন্তেকাল

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার ভোরে শহরের পারদিঘুলীয়া এলাকায় তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। আনোয়ার দিঘুলীয়া এলাকার আবুল কালাম আজাদ বীর বিক্রমের জ্যেষ্ঠ ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বাবা আবুল কালাম আজাদ বীর বিক্রম জানান, প্রতিদিনের ন্যায় তানাকা গত শনিবার রাতে ঘুমাতে যায়। রোববার সকালে তার মা তাকে ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বাদ জোহর পারদিঘুলীয়ায় জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ