Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ার পরিবেশককে সম্মাননা দিল প্রাণ

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লিবিয়ায় নিজেদের এক পরিবেশককে সম্মাননা দিয়েছে শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ। সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এ সম্মাননা দেওয়া হয়। প্রাণ গ্রুপের প্রধান রপ্তানি কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন আল-ওয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাগাব ইব্রাহিম-আল ফিতরি। লিবিয়াতে প্রাণ পণ্য জনপ্রিয় করার ক্ষেত্রে রাগাব ইব্রাহিমের অসামান্য অবদান রয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে ব্যবসা সম্প্রসারণে অনবদ্য ভূমিকার জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হলো। এসময় প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আফ্রিকা অঞ্চল) এহসানুল সিদ্দীক ও মেজর (অব.) জে কবির সাকিব উপস্থিত ছিলেন। মিসরাতাভিত্তিক আল-ওয়া কোম্পানি ২০১৩ সাল হতে প্রাণ-এর মুড়ি, চানাচুর, সরিষার তেল, ফ্রুট ড্রিংকস, বেভারেজ ও কনফেকশনারি পণ্য আমদানি করছে। এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, আফ্রিকার দেশসমূহে প্রাণ পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আফ্রিকার ৪৪টি দেশসহ বিশ্বের ১৩০টি দেশে প্রাণ-এর পণ্য রপ্তানি হচ্ছে। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়ার পরিবেশককে সম্মাননা দিল প্রাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ