Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্যারিফ মূল্য কমানোর দাবি দেশী বিস্কুটে

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিএবিবিএমএ) মেশিনে উৎপাদনকৃত দেশীয় বিস্কুট ও এ জাতীয় পণ্যের ট্যারিফ হার কমানোর দাবি জানিয়েছে। এ বিষয়ে উদ্যোগ নিতে সংগঠনটি প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছেও একটি চিঠি পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ড. মসিউর রহমান এ বিষয়টি বিবেচনা করতে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অনুরোধও জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএবিবিএমএ’র সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া এ খাতের ট্যারিফ হারের ইস্যুটি তুলে ধরে ড. মসিউর রহমানের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, গত বাজেটে আমদানি করা বিস্কুটের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৪৫ শতাংশে নামিয়ে আনা হয়। অথচ স্থানীয়ভাবে উৎপাদিত বিস্কুটের (মেশিনে উৎপাদন) ট্যারিফ মূল্য ২০ থেকে ৩১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এটি পূর্বের ন্যায় রাখার দাবি জানানো হয়। অন্যদিকে ডিস্ট্রিবিউটর কমিশনের উপর ভ্যাট কমানোসহ আরো একাধিক বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরা হয়। গত বাজেটে ক্র্যাকার্স, ডাইজেসটিভ ও চকোলেট বিস্কুটের কেজিপ্রতি ট্যারিফ মূল্য ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়। অন্যদিকে ক্রিম বিস্কুট ৮০ টাকা থেকে ১০০ টাকা এবং সাধারণ বিস্কুট ৬৫ টাকা থেকে ৮৫ টাকা করা হয়। বিএবিবিএমএ’র পক্ষ থেকে এসব বিস্কুটের ট্যারিফ মূল্য পূর্বের হারে নামিয়ে আনার দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্যারিফ মূল্য কমানোর দাবি দেশী বিস্কুটে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ