Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে চীনের সিনোভ্যাক্সের ভ্যাকসিন দেয়া শুরু : নেই প্রচার প্রচারনা

জেলায় রেজিস্ট্রেশন আছে প্রায় ১০ হাজার : দুই দিনে নিলেন ১৮জন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৪:০৯ পিএম

চীন সরকারের দেয়া উপহার সিনোভ্যাক্সের ভ্যাকসিন কুড়িগ্রামে দেয়া শুরু হয়েছে। রোববার ১৭জনকে প্রথম ডোজ হিসাবে এ টিকা দেয়া হয় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। প্রচার প্রচারনা না থাকায় মানুষ নতুন টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে অবহিত নয়।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান জানান, জেলার জন্য ৮হাজার ৪শত ভ্যাকসিন আমরা পেয়েছি। দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে এ কারণে ৪হাজার ২০০জনকে প্রথম ডোজ দেয়া হবে। এরপর ঐ ব্যাক্তিরা পরবর্তীতে দ্বিতীয় ডোজ হিসাবে সিনোভ্যাক্সের এই ভ্যাকসিন পাবেন। সার্ভারের কিছু সমস্যার কারণে শনিবার মাত্র একজনকে ডেকে এনে ভ্যাকসিন দেয়া হয়েছে। আর রোববার দেয়া হয়েছে ১৭জনকে। এখন টিকা প্রদানের বুথ জেলা সদরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। ফলে অন্য ৮টি উপজেলার মানুষকে জেলা সদরেই আসতে হবে টিকা গ্রহন করতে চাইলে। ফলে তথ্য জানার ঘাটতির কারণে অনেকে আসছে না। আমরা প্রচার প্রচারনার বিশেষ উদ্যোগ নিচ্ছি যাতে টিকা কার্যক্রম সফল করা যায়।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদরে টিকা গ্রহনের জন্য এক হাজার ৪০০জন অপেক্ষমান তালিকায় আছে। আর জেলায় মোট রেজিস্ট্রেশন করে অপেক্ষমান তালিকায় আছে প্রায় ১০ হাজার জন। সার্ভারের সমস্যার কারণে নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারছে না। আবার আমরা রেজিস্ট্রেশনকারী টিকা গ্রহীতাদের ম্যাসেজও দিতে পারছি না। ফলে টিকা গ্রহণের হার কম। যারা প্রচার প্রচারনা শুনে আসছে বা আমাদের ব্যক্তিগত পরিচিতদের ডেকে এনে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ সমস্যা হয়তো দ্রুতই কেটে যাবে।
তিনি আরো বলেন, সিনোভ্যাক্সের ভ্যাকসিন এর ডোজ নষ্ট হওয়ার আশংকা নেই। কারণ এর প্রতি ডোজের জন্য একটি আলাদা এ্যাম্পল। আগের মতো ভায়াল সিস্টাম নয়। আগে এক ভায়ালে ছিল ১০ ডোজ। ভায়াল খুলে ১০জনকে পাওয়া না গেলে তখন নষ্ট হতো ডোজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ