Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর গণসংযোগ

ঝালকাঠি পৌর নির্বাচন

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম

ঝালকাঠি পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ দিনে গতকাল শনিবার সকালে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও ফিললেট বিতরণ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার। তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। এ সময় নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন তিনি।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর এপিএস মো. ফখরুল মজিদ মাহমুদ কিরণ, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সালাহ উদ্দিন আহম্মেদ সালেক।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লিয়াকত আলী তালুকদার বলেন, নৌকা বিজয়ের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমি এর মর্যাদা রাখবো। ভোটের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত আছি। আশাকরি জনগণ বিগত দিনের উন্নয়ন দেখে আবারো আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে।
ঝালকাঠি পৌরসভায় ২২টি কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৩৯ হাজার ৬৩৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৪৭৬ জন পুরুষ ও ২০ হাজার ১৬০ জন মহিলা ভোটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ