বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামি উচ্চ আদালত থেকে খালাস পেয়ে ১২ বছর পর কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া দুইজন হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. নাসির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ওই দুইজনের ৩০ বছর করে কারাদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে রিভিউ করলে আদালত তাদের দুইজনকে মামলা থেকে খালাস প্রদান করেন। আদালতের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।