Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে অপহৃত ৮ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে অপহৃত ৮ জেলের গত দু’দিনে তাদের কোন খোঁজ মেলেনি। এদিকে র‌্যাব ও পুলিশ অপহৃতদের উদ্ধারে সুন্দরবনে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে এ অভিযান চালানো হলেও বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন জেলে উদ্ধার হয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে, র‌্যাব-৮ উপ-অধিনায়ক মেজর আদনান জানান, অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনে র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
শ্যামনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মহসীন আলী জানান, অপহরণের ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরে অপহৃতদের উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। সুন্দরবনের ভিতর নৌ-পুলিশের একটি দল কাজ করছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ শোয়েব খান জানান, অপহৃত জেলেদের উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, এখনো পর্যন্ত উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত মুক্তিপণের দাবীতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে মাছ ধরার সময় ২৫ টি নৌকা থেকে ৮ জেলেকে অপহরণ করে জলদস্যু নোয়া মিয়া বাহিনী।


ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মোজাম গাজীর ছেলে ইকবাল হোসেন ও লিয়াকত মোল্লার ছেলে ইউছুফ মোল্লা জানান, অপহৃত জেলেদের কাছ থেকে জন প্রতি ৩০ হাজার টাকা মুক্তি পনের দাবীতে অপহরণ করে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। অপহৃত জেলেরা হলেন, চাদনীমুখা গ্রামের শাহাদাৎ, শামসুর রহমান, রাজুসহ মোট ৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ