Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শায়খ আবদুর রহমানের ২ সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে আলোচিত সেই ‘সূর্য দীঘল’ বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলায় দুই জঙ্গির ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা দু'জনই জঙ্গি শায়খ আবদুর রহমানের সহযোগী ছিলেন। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক ইব্রাহীম মিয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মাজেদুল ইসলাম হৃদয়, আবদুল আজিজ ওরফে আজিজুল ইসলাম হানিফ।

সিলেট আদালতের পিপি মাসুক আহমেদ জানান, সূর্য দীঘল বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলার (জিআর ২০৮/০৬) বিশেষ ক্ষমতা আইন ১৯৪/১৩ মামলায় জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানসহ তিনজন আসামি ছিলেন। আদালতে ৪৩ জন সাক্ষির মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ