বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে ঘুরছে না গাড়ির চাকা। এ কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে সিলেট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের যাত্রীদের।
সরেজমিন দেখা গেছে, সকাল থেকে সিলেটের সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস কেন্দ্রীয় বাস টার্মিনালে রেখে শ্রমিকরা তদারকি করছেন। তবে বাস কাউন্টারের যাত্রীরা এসেও ফিরে যাচ্ছেন। তবে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যা খুব কম। ধর্মঘটের কারণে যাত্রীরা বিকল্প হিসেবে ট্রেন যাত্রা বেছে নিয়েছেন বলে জানা গেছে। ধর্মঘটে সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল অব্যাহত থাকলেও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।