Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবে কোটি ভিউ অতিক্রম করা নাটকের সিক্যুয়াল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ১২:০৮ এএম

গত বছর ইউটিউবে প্রকাশিত সর্বোচ্চ ভিউ হওয়া নাটকের তালিকায় রয়েছে মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ নাটকটি। ইতোমধ্যে নাটকটির ভিউ হয়েছে দেড় কোটির মতো। সিএমভি প্রযোজিত এ নাটকটির সিক্যুয়েল করা হয়েছে। আগামী ঈদে এটি প্রচার হবে। এতে অভিয়ন করবেন অপূর্ব ও মেহজাবীন জুটি। সিক্যুয়েলটি লিখেছেন রাজীব আহমেদ, নির্মাণ করেছেন রুবেল হাসান। নির্মাতা জানান, আগের চরিত্রগুলো হুবহু থাকছে। সঙ্গে আরও কয়েকটি নতুন চরিত্র যোগ হয়েছে এবার। গল্পেও থাকছে পুরনো ধারাবাহিকতার সঙ্গে নতুন বৈচিত্র। এবারের নাটকটির নাম মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড। অভিনেতা অপূর্ব বলেন, আমাদের যা কিছু শ্রম আর পরিকল্পনা, সবই দিনশেষে দর্শকের জন্য। তারা পছন্দ করলে আমরা ভালো থাকি। তারা অপছন্দ করলে আমরা হতাশ হই। গত বছর চাপাবাজ নাটকটি করার পর থেকে দর্শকদের যে পজিটিভ সাড়া পাচ্ছি সেটা বিস্ময়কর। পরবর্তীতে মনে হয়েছে, নাটকটির সিক্যুয়েল নির্মাণ করা যায়। আগের নাটকের চাপাবাজিতে একটা লিমিট ছিলো, এবার সেটা হবেআনলিমিটেড। নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে কোরবানির ঈদে সিএমভির প্রধান চমক হিসেবে নাটকটি প্রকাশিত হবে ইউটিউবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউটিউব

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ