Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় এক লক্ষ টাকার চায়না ম্যাজিক ও কারেন্ট জালে অগ্নি সংযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৫:২৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক লক্ষ টাকার চায়না ম্যাজিক ও কারেন্ট জালে অগ্নি সংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব নিষিদ্ধ জালে অগ্নি সংযোগ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান প্রধান। এর আগে সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা বিলে অভিযান চালিয়ে জলাশয় থেকে প্রায় এক লক্ষ টাকার চায়না ম্যাজিক ও কারেন্ট জাল উদ্ধার করেন উপজেলা মৎস্য দপ্তর। এসময় ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তারা উপস্হিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান প্রধান বলেন নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা মৎস্য শীকার করে আসছিল খবর পেয়ে আজ সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা বিলে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মুল্যের চায়না ম্যাজিক ও কারেন্ট জাল উদ্ধার করে অগ্নি সংযোগ করি। এ অভিযান অব্যাহত রয়েছে। এসব জাল ব্যবহারের ফলে ছোট বর সকল ধরনের মাছ নিধন হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ