Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ট্রিপল মার্ডার ঘটনায় থানায় মামলা : আসামী অজ্ঞাত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৫:০৯ পিএম

সিলেটের গোয়াইনঘাটে ট্রিপল মার্ডার ঘটনায় এক হত্যা মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত নামা আসামী দেখিয়ে বুধবার (১৬ জুন) রাতে এ মামলাটি করেছেন হত্যাকান্ডের শিকার গৃহবধূ আলোয়ার পিতা আইয়ুব আলী। এদিকে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুওে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ। এছাড়া তিনি বলেন, হত্যার রহস্য উদঘাটন করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ইতোমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ধারণা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই ঘটেছে এই হত্যাকান্ডের ঘটনা। এদিকে আহতবস্থায় পুলিশের পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিফজুর। এঘটনায় পুলিশ কাউকে আটক করেনি এখন পর্যন্ত। করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ