Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১:৫১ পিএম

নেছারাবাদ উপজেলার দক্ষিন জগন্নাথকাঠি বাজারে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা দোকানের দুইটি তালা কেটে দোকানের বেশ কিছু টাকা নিয়েছ। বৃহস্পতিবার ভোররাতে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকান মালিকের নাম আনোয়ার হোসেন। তিনি বাজারে আনোয়ার মুূদি নামে পরিচিত। দোকান মালিক জানান, ভোর রাতে দোকান থেকে বাড়ী ফেরার পর সকালে দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা। দোকানে প্রবেশ করেই ক্যাশ বাক্সে হাত দিয়ে দেখতে পাওয়া যায় দোকানে রাখা টাকা নেই।

বাজার কমিটির সম্পাদক বাবুল মিয়া দোকান মালিকের বরাত দিয়ে জানান, দোকানের তালা ভেঙ্গে ৭০ হাজার টাকা চুরি হয়েছে। বিষয়টি দতন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো বলেন বাজারের পাহারাদাররা ফজর আযানের পর পর বাসায় চলে যায়। তার পরেই এমন ঘটনা ঘটেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ