Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবারা কি এমন হয়?

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১:১২ পিএম

দুই সন্তানের জনক লুৎফর রহমান।নিয়মিত মাদক সেবন করেন।মাদক সেবনে হিতাহিত জ্ঞান হারিয়ে কখনো স্ত্রী কখনো বা স্কুল পড়ুয়া ছেলে মেয়েকেও মারপিট করেন।কখনো বা ঘরের জিনিসপত্র ভাংচুর করেন।
মাদকাসক্ত লুৎফর রহমান মাদকের টাকা না পেলে পরিবারের সঙ্গে এমন আচরন করেন। লুৎফর রহমানের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাবাসছুম আক্তার তোয়ার প্রশ্ন বাবারা কি এমনই হয়? অবুঝ মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারেন না লূৎফরের স্ত্রী রেহেনা আক্তার।
লুৎফর রহমান মির্জাপুর পৌর এলাকার শ্রী হরিপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে। সে পেশায় মোটর শ্রমিক বলে জানা গেছে।
নিরুপায় স্ত্রী রেহেনা বেগম গতকাল বুধবার স্বামী লুৎফর রহমানের বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ করেন। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন লুৎফরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এসআই মোশারফ হোসেন জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, লুৎফরের এমন আচরনের জন্য দায়ী মাদক।তোয়ার সত্যিকারের বাবাদের ফেরত দিতে মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ