প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরীমনিকে নিয়ে উদ্ভুত ঘটনা নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গত সোমবার রাতে এক সংবাদ সম্মেলন করে। এতে সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, শিল্পীদের এমন কাজ করা উচিত নয় যাতে মানুষ আঙুল তুলতে পারে। তিনি বলেন, শিল্পীদের ব্যক্তিগত জীবন রয়েছে, এ কথা সত্য। তবে তাদের উচিত নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে মানুষকে আনন্দ দেওয়া। এমন কোনও কাজ করা উচিত নয় যাতে মানুষের চোখে সমালোচনার পাত্র হতে হয়। জায়েদ খান বলেন, গত বৃহ¯পতিবার (১০ জুন) পরীমণি আমার সঙ্গে দেখা করে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্যার কথা আমাকে অবহিত করে। ঘটনার বিস্তারিত শুনে আমি তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেই। এ সময় পরী পুলিশের আইজিপির সঙ্গে দেখা করার কথা জানালে আমি আইজিপিকে ফোন দেই। কিন্তু তিনি ঢাকার বাইরে থাকায় তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। এরপর থানায় মামলা করার কথা বললেও তিনি (পরীমণি) এড়িয়ে যান। জায়েদ বলেন, আমরা শিল্পী সমিতির প্রতিনিধি। শিল্পীদের যেকোনো ধরনের সমস্যা সমাধান করাই আমাদের কাজ। আমরা সব সময় শিল্পীদের পাশে আছি। জায়েদ খান আরও বলেন, এক সময় নায়িকারা নায়কদের সঙ্গে আড্ডা দিতেন। কিন্তু এখন অনেক নায়িকা আছেন যারা নিজেদের পরিচিতজনের সঙ্গে আড্ডা দেন। নায়কদের সঙ্গে অভিনয় ছাড়া কোনও স¤পর্ক রাখছে না। নায়িকা পরীমণি চলচ্চিত্র বন্ধুত্বের কোনও সহযোগিতা পাননি এমন কথা অস্বীকার করে নায়ক জায়েদ খান বলেন, আমরা সব সময় শিল্পীদের সঙ্গে আছি এবং ভবিষ্যতে থাকব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।