Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চঞ্চল চৌধুরীর নতুন সিনেমা হাওয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০১ এএম

মেজবাউর রহমান সুমন পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমা হাওয়া। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি সিনেমাটির একটি দৃশ্যের স্টিল ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, এক চরিত্র থেকে আরেক চরিত্র... তারপর সব হাওয়া... নতুন কিছুর অপেক্ষায়...। পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, এটি মাটির গল্প নয় বরং পানি ও সমুদ্রের গল্প। সমুদ্র এমন এক বিশালতার নাম যার পাড়ে বসে আমরা এর সৌন্দর্য উপভোগ করি। কিন্তু গভীর সমুদ্রের গল্প জানতে পারি না। এর পাড়ের মানুষগুলোর গল্প জানলেও জানি না সমুদ্রে চলাচলরত মানুষগুলোর ভেতরের গল্প। সেখান থেকে ফেরার গল্প হয়তো জানি। কিন্তু না ফেরার গল্প আমরা কটা জানি? এই না জানা মৌলিক গল্পটিই আমার এই সিনেমার মাধ্যমে জানাতে চাই। তিনি বলেন, সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো পরিকল্পনা করতে পারছি না। কবে এটি হলে মুক্তি দিতে পারব জানি না। সিনেমাটির শুটিং হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ এলাকায়। চলতি বছরই এটি মুক্তির কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ