Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইওয়ে রোডে চাঁদাবাজি, ২জনের জেল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১:২৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস, সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করেন। পরে তাদের ১৫ দিন করে কারাদণ্ড আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর ও কাঁচামাটিয়া সেতু এলাকায় দীর্ঘ দিন ধরে কয়েকটি চক্র চাঁদাবাজি করে আসছিলো। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ইতিপূর্বে অর্থদণ্ড দেয় এবং আর চাঁদা না তুলতে কঠোর নির্দেশনা দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিন চলছে চাঁদাবাজি। এঅবস্থায় অটোচালকরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গত রোববার প্রতিকার চেয়ে আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন অভিযানে যান। এসময় চাঁদাবাজি করা অবস্থায় আটক করা হয়- পৌর এলাকার চরহোসেনপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে শরিফ মিয়া (২৮) ও চরশিহারি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে তাজুল ইসলাম (২২) কে
আটকের পর শরিফ ও তাজুলকে উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, অভিযান চালিয়ে দুইজনকে আটক করে জেল দেওয়া হয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ