Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় মাসের মধ্যে দুলুর মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০০ এএম

সাবেক উপ-মন্ত্রী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট রূহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রীর বিরুদ্ধে করা মামলা স্থগিত চেয়ে করা আবেদন ‘উত্থাপিত নয়নি’-মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এসএম মজিবুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক)র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। রূহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।

প্রসঙ্গত: ২০০৭ সালে জ্ঞাত আয়বর্হিভূত ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা করে দুদক। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিল করে দুদক। ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১-এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু করে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, এ মামলায় বিচারিক আদালতে ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। এ অবস্থায় ৩৪৪-এ ওনারা একটি আবেদন করেছেন।যেটি বিচারিক আদালতে খারিজ হয়ে গেছে। হাইকোর্ট বিভাগও উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে ৬ মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ