Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা ব্যাংকিং খাতের ঝুঁকি

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চীনা ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে ভয়াবহ উদ্বেগ জানিয়েছে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বিআইএস। ব্যাংকিং খাতের বৈশ্বিক পর্যবেক্ষক এই সংস্থা বলছে, ঋণের বাহুল্য দমনে ব্যর্থ হয়েছে চীন। ফলে দেশটির ব্যাংকিং খাতে ভয়াবহ ঝুঁকি ঘনিয়ে এসেছে। ১ লাখ ৩০  কোটি ডলার এর মধ্যে খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি কখনো চীন এর নিয়ন্ত্রণ হারিয়ে  ফেলে, তবে অর্থনৈতিকভাবে চরম বির্পজয় ঘটবে বিশ্বে অর্থনীতিতে। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে ব্যাংকিং খাতের ঋণ-জিডিপি দাঁড়িয়েছে ৩০ দশমিক ১। যদিও বিআইএস-এর হিসাব মতে এই পার্থক্য ১০ হলেই তাকে বিপদ সংকেত হিসেবে বিবেচনা করা হয়। বছরখানেক আগে চীনের ঋণ-জিডিপি পার্থক্য ছিল ২৫ দশমিক ৪। চীনের ব্যাংকিং খাতের পরিস্থিতি আর্থিক বাজারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় হয়ে অবস্থান করছে। বিআইএস জানিয়েছে, ঋণের বাহুল্য দমনে ব্যর্থ হয়েছে চীন। ফলস্বরূপ দেশটির ব্যাংকিং খাতে ভয়াবহ ঝুঁকি ঘনিয়ে এসেছে। চীনের আউটস্ট্যান্ডিং ঋণ ২৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্র ও জাপানের সম্মিলিত বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থার ঋণের সমান। যদি কখনো চীন এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে অর্থনৈতিকভাবে চরম বির্পযয় ঘটবে বিশ্বে অর্থনীতিতে। আন্তর্জাতিক সংস্থাটির হিসাবে দেশটি ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ঋণ খেলাপির ঝুঁকিতে রয়েছে। চীনের ব্যাংকিং খাতের বেশিরভাগই সরকারি মালিকানাধীন বা রাষ্ট্র নিয়ন্ত্রিত; ফলে বিশ্লেষকরা মনে করছেন, প্রয়োজন পড়লে সরকার ব্যাংকিং খাতকে বাঁচাতে এগিয়ে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনা ব্যাংকিং খাতের ঝুঁকি

২২ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ