রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যন্ডে যানজট নিরসনে সাবেক এমপি মরহুম এম এ ওহাবের নামে ফ্লাইওভার নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নাজিরহাট, খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা আ.লীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউনুছ গনি।
সভাপতির বক্তব্যে মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু বলেন, হাটহাজারীর যানজট নিরসন কিংবা যানজটমুক্ত হাটহাজারী গড়তে ফ্লাইওভারের বিকল্প নেই। রাউজান, ফটিকছড়ি, দুই পার্বত্য জেলা থেকে শহরের উদ্দেশ্য যাওয়ার পথে বাসস্ট্যন্ড এলাকায় আসলেই সময় অপচয় হয়। চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। তাই দুর্ভোগ থেকে মুক্তির একমাত্র পথ ফ্লাইওভার। একই সাথে সাবেক এমপি মরহুম এম এ ওহাবের নামে করার প্রস্তাবনা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউনুছ গনি চৌধুরী সভাপতির প্রস্তাবনাকে সমর্থন জানিয়ে বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন এ কথাটি কেউ অস্বীকার করতে পারবে না। এ সময় হাটহাজারী পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও আ.লীগ নেতা ওসমান কবির রাসেল, হাবিবুর রহমান রাজু, মো. হানিফ, জাবেদসহ মালিক সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশের পর গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।