Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ে ৪৫ পরিবার পেল সরকারি ঘর

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৩ এএম

পঞ্চগড় সদর উপজেলায় সরকারি খাস জমিতে বসবাসরত উচ্ছেদ হওয়া ৪৫টি পরিবার পেলো সরকারি ঘর। গত শনিবার দুপুরে সদরের পৌরসভা এলাকার তুলা ডাঙায় আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৪৫ জন ভুমিহীন পরিবারের মাঝে এসব বরাদ্দকৃত ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ সময় জেলা প্রশাসক ডা. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্ম ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যন, আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সরকারের সফল উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ