রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরে বাঙালির মুক্তির সনদ ৬ দফা ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক হিজলা উপজেলা চেয়ারম্যান শুলতান মাহমুদ টিপু শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আ.লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুছ।
সভায় তিনি ১নং হরিনাথপুর ইউনিয়নের আ.লীগের মনোনীত প্রার্থী আব্দুল লতিফ খাঁনের নৌকা মার্কার পক্ষে ভোট চান। অ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুছ আরো বলেন, এমপি পংকজ নাথ বিদ্রোহী প্রার্থী তৌফিকুর রহমান শিকদারের পক্ষ হয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে খুনসহ নানা অপকর্মের প্রশ্রয় দিচ্ছে। যার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদ্রোহীপ্রার্থী তৌফিকুর রহমান শিকদারকে দলের শৃৃৃৃঙ্খলা রক্ষার্থে নৌকা মার্কার পক্ষে যোগদান করার জন্য ৪৮ ঘণ্টা সময় দেন।
নির্দেশ অমান্য করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে সভায় ঘোষণা করেন তিনি। এছাড়া সভায় বক্তব্য দেন, বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আফজালুল করিম, অ্যাড. মনসুর আহমেদ, আব্দুল লতিফ খাঁন প্রমুখ। সভায় নেতাকর্মীসহ দুই হাজারের অধিক মানুষ উপস্থিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।