Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক্সিম ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৩ এএম

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়াতে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)-এর ওয়ালিয়া বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ওয়ালিয়া বাজারের প্রাণ কেন্দ্রে স্থাপিত আব্দুল হামিদ সুপার মার্কেটে ফিতা কেটে ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে এক্সিম ব্যাংক লালপুর শাখার ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক রাজশাহী অফিসের রিজোনাল অফিসার লাল মোহাম্মাদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্র্শক ফারুক হোসেন, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন, এক্সিম ব্যাংক ওয়ালিয়া বাজার উপশাখার ম্যানেজার মাসুদ আলম, আব্দুল হামিদ সুপার মার্কেটের সত্তাধিকারী সাবেক শিক্ষক মতিউর রাহমান প্রমুখ।
এছাড়া এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ