Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলতলায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ৯ ব্যক্তির অর্থদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ৬:৪৬ পিএম

খুলনার ফুলতলায় করোনা সংক্রমনে উর্ধ্বগতি রোধে উপজেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে আজ রোববার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সংক্রমন রোগ প্রতিরোধ আইনে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন ফুলতলা বাজারের থাই এ্যালুমেনিয়াম এর মালিক রাব্বী মোড়লকে ২ হাজার, মিঠুকে ২ হাজার, কাঠ ব্যবসায়ী জামাল হোসেন ভুইয়াকে ১ হাজার ৫’শ টাকা, আরএফএল কোম্পানীর প্রতিনিধিকে ৩ হাজার টাকা, হার্ডওয়ার ব্যবসায়ী কবিরকে ১ হাজার এবং মাস্ক না থাকায় আনিসকে ৩শ’ টাকা, শিরোমনি বাজারে তৌহিদুল ইসলামকে ১ হাজার, মাস্ক না থাকায় আহসানকে ১শ’ টাকা এবং তানজিলকে ১শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় উপজেলার ফুলতলা, বেজেরডাঙ্গা, জামিরা ও শিরোমনি বাজার এলাকায় করোনা সংক্রমন বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ