Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে কাল আমেরিকা থেকে সিলেট আসবেন বিএনপির সাবেক এমপি শফি চৌধুরী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ৪:৫৬ পিএম

জাতীয় সংসদের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এটাই তাদের পাক্কা ঘোষনা। ইতিমধ্যে সিলেট-৩ আসনের উপ নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তবে বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না কলে এ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রিয় বিএনপি সদস্য ্ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার এ ঘোষনায় নড়েচড়ে উঠেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। সিলেট-৩ আসনে বিএনপির সমর্থন ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী। একই সাথে জামায়াত সহ সমমনা দলের বিপুল সংখ্যক ভোটার রয়েছেন এ নির্বাচনী এলাকায়। শফি চৌধুরীর নির্বাচনমুখী প্রস্তুতিতে ভেতরে ভেতরে চাঙ্গাভাবে তারা। এমনকি নিবার্চনী পরিবেশ-প্রতিবেশ সরগরম অনেকটা। এই মুর্হুতে যুক্তরাষ্ট্র থেকে সিলেটের পথে রওয়ান হয়েছেন শফি আহমদ চৌধুরী। কাল সোমবার বিকেলর ৫টায় সিলেটে এসে পৌছবেন তিনি। তার ব্যক্তিগত সহকারি রাজু আহমদ আজ বেলা সাড়ে ৪টায় দুপুরে বলেন, শতভাগ নিশ্চিত শফি আহমদ চৌধুরী প্রার্থী হচ্ছেন, সেই লক্ষ্যে দেশ্ওে আসছেন কাল। সোমবার বিকেলে সিলেট এসে পৌঁছবেন তিনি।
উল্লেখ্য, ২০০১ সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শফি আহমদ চৌধুরী। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দিদ্বতা করে আ’লীগ সমর্থিত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের কাছে পরাজিত হন তিনি। গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্তে হয়ে মারা যান সিলেট-৩ আসনের এমপি উস সামাদ চৌধুরী কয়েস। তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৮ জুলাই আসনটিতে অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ