Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ভূমিকম্পের কারণ বিশ্লেষণে ঢাকার টিম সিলেটে

অনুষ্ঠিত হলো ভূমিকম্প ও করনীয় শীর্ষক সেমিনার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ৪:৩৬ পিএম

সিলেটে দফায় দফায় ভূমিকম্পের কারণ জানতে সিলেট আজ (রোববার) এসেছেন ৫ সদস্যেও একটি জাতীয় কমিটি। সকালে তারা সিলেট এসে পৌছান। তথ্যটি নিশ্চিত করেছে সিলেট আবহাওয়া অফিস। সিলেট আবহ্ওায়া অফিসের জৈষ্ট্য সাঈদ আহমদ চৌধুরী বলেন, সকাল ১১ টার দিকে তদন্ত টিমের ৩ সদস্য সিলেট আবাহাওয়া অফিসে আসনে। প্রায় ঘন্টা খানিক অবস্থান করে ভূমিকম্প বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। এছাড়া এ সংক্রান্ত তথ্য সংগ্রহে স্থানীয় সংশ্লিষ্টরা কতটুকু স্বয়ং সম্পূন্ন তার খোজ খবর নেন তদন্ত টিম। এটিমে ছিলেন পেট্রোবাংলার ২ জন ্ও ঢাবির একজন প্রফেসর। আবহাওয়াবিদ াঈদ আরো বলেন, তদন্ত টিম ঢাকা ফেরে যাবেন বলে আজই। সিলেটে ঘন ঘন ভূমিকম্প এবং আমাদের করণীয় - শীর্ষক বিশেষ এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দ্যা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের উদোগে শনিবার (১২ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুর হক চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য স্থপতি প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এতে সভাপতিত্ব করেন আইইবি, সিলেট কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদ। এতে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, আইইবি, সিলেট কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির এবং আইইবি, সিলেট কেন্দ্রের প্রকৌশলীগণ ।
সূত্র জানায়, বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গঠিত এ কমিটি সিলেটে সরেজমিনে পরিদর্শন করে সার্বিক বিষয় বিশ্লেষণ করে মন্ত্রণালয়ে জমা দেবে প্রতিবেদন আকারে। গত দু’সপ্তাহে পর পর কয়েক দফা ভূমিকম্পের ঘটনা জনমনে আতংক ছড়িয়ে পওে সিলেটে। এই ভুমিকম্পের কারন নিশ্চিত হতেই মুলত তদন্তে এসেছে ৫ সদস্যের জাতীয় কমিটি। প্রাকৃতিক গ্যাস উত্তোলন ক্ষেত্র থেকে ভূমিকম্প হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে তাদের মুল কাজ। পেট্রোবাংলার পরিচালক (প্রোডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম নেতৃত্বে ৫ সদস্যসের বিশেষজ্ঞ এই কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক, বাপেক্সের ১ জন জিএম পর্যায়ের কর্মকর্তা ও পেট্রোবাংলার ১ জন কর্মকর্তা জিএম পর্যায়ের।
গত দুই সপ্তাহের মধ্যে কয়েক দফায় অনুভূত হয় বড় ধরণের ভূমিকম্প। গত ২৯ মে সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৮ বার ও সাড়ে ৩ ঘন্টার মধ্যে ভূমিকম্প হয়৬ বার। শনিবার সকাল ১০ টা ৫০ মিনিটে সর্বোচ্চ ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। যার উৎপত্তিস্থল জৈন্তাপুর বলা হয়। তার ঠিক ১০ দিনের মাথায় গত ৭ জুন সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠলো সিলেট। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটের দিকে ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে। আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল জৈন্তাপুর ও জালালাপুর বলা হলেও এসব ভূমিকম্প টের পাননি এলাকার মানুষজন। শুধুমাত্র সিলেট নগরীতে অনুভূত হয়েছে এ ভূমিকম্প। এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় জনমনে। এমনকি এটি প্রাকৃতিক ভূমিকম্প কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিশেষজ্ঞরাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ