Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আসরেই তালাক : বরের লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১০:৪৮ এএম

সব কিছু সাজানো গোছানো। আয়োজন চলছে খাবারের। খাবার পরিবেশনেও কোনো প্রকার ঝামেলা হয়নি। বাইরে বর পক্ষের অপেক্ষা কনেকে নিয়ে যাবার জন্য। ভেতরে চলছে সাজানোর পালা। আর তখনি বাধে গোণ্ডগোল।

জানা যায়, নীলফামারীর সৈয়দপুরে বিয়ে বাড়িতে সোনার বদলে নকল অলঙ্কার আনায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বর পক্ষকে এক দিন আটকে রেখে কনের তালাক ও ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায়। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মো. আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সঙ্গে প্রায় আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয় দিনাজপুরের খানাসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী মো. হবিবর রহমানের ছেলের মো. মফিজুল ইসলামের। শুক্রবার রাতে ছিল কনে বিদায়ের দিন। ৫০-৬০ জন লোক নিয়ে কনেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন মফিজুল।

একদিকে বরপক্ষের খাওয়া-দাওয়া চলছিল, আর অন্যদিকে কনে সাজানো হচ্ছিল। কনের ভাবি টের পান যে, বরপক্ষের দেওয়া হাতের বালা দুইটি স্বর্ণের নয়। এনিয়ে বরপক্ষের সঙ্গে শুরু হয় কথা-কাটাকাটি। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সারা রাত বরপক্ষকে আটকে রাখে কনেপক্ষ।

শনিবার (১২ জুন) দুপুরে দুই পক্ষের চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলে পক্ষের কাছ থেকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



 

Show all comments
  • Md Shohug ১৩ জুন, ২০২১, ১:০৯ পিএম says : 0
    নকল হলেও উচিৎ ছিল বিষয় টা চেপে রেখে বিয়ে টা সেরে ফেলা। মানুষকে অপমান করা ঠিক না।
    Total Reply(0) Reply
  • Nowsir Ali ১৩ জুন, ২০২১, ১:১০ পিএম says : 0
    একে বারে উচিত কাজ করছে।
    Total Reply(0) Reply
  • Muhammad Hasan Mahmud ১৩ জুন, ২০২১, ১:১০ পিএম says : 0
    যে প্রথমেই ধোকা দেয় তাকে বিশ্বাস না করা বুদ্ধিমানের কাজ।
    Total Reply(0) Reply
  • Omar Faruk ১৩ জুন, ২০২১, ১:১১ পিএম says : 0
    এ যুগেও এমনটা সম্ভব!
    Total Reply(0) Reply
  • Hossain ১৩ জুন, ২০২১, ১:১১ পিএম says : 0
    নকল গহনা কে দিলো, বা কার হুকুমে দিলো খোঁজে বাহির করা উচিত ছিল, আমি মনে করি, তার পরে সিদ্ধান্ত নেওয়া জরুরী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ