Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল-কলেজ-মাদরাসার ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০০ এএম

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠনের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। একই সঙ্গে ৩০ জুন পর্যন্ত বেড়েছে ইবতেদায়ি ও কওমি মাদরাসাগুলোর ছুটিও। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৩ জুন দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।
গত ২৬ মে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ১২ আগামী জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ঘোষণা দেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সবশেষ আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে হয়েছিলো। ##



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১৩ জুন, ২০২১, ২:৪৩ এএম says : 0
    তোমরা এখন মা বাবা ছাত্র ছাত্রী এখন তোমাদের সন্তান মনে যাই করে তাই করে। আর তাং দিবার দরকার নাই। এখন দেশ তোমাদের হাতে। দিয়াছে ঐ জনগণ।
    Total Reply(0) Reply
  • Abdullah ১৩ জুন, ২০২১, ৬:৫২ এএম says : 0
    মনোচিকিৎসক ও গবেষকরা বলছেন, করোনাকালে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনের ওপর মানসিক চাপ বাড়ছে। পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে হতাশা, পরিবারের শাসন ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখতে মোবাইলে গেইম খেলছে। এটা এক সময় নেশায় পরিণত হয়ে যাচ্ছে। মোবাইলে গেইম খেলা মদ, গাজ, হিরোইন খাওয়া নেশার চেয়ে কোনো অংশে কম নয়। নেশায় পড়লে সেখান থেকে সরে আসা কঠিন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে শিক্ষার্থীদের এই আসক্তি কিছুটা হলেও কমে যাবে। ক্লাসের কাজের চাপ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দিনের অনেক সময় কাটাতে হবে। আবার বাসায় স্কুলের ক্লাসের পড়া তথা হোমওয়ার্ক করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল নিয়ে পড়ে থাকার প্রবণতা কমে যাবে।
    Total Reply(0) Reply
  • Abul kalam Azad ১৩ জুন, ২০২১, ৮:১১ এএম says : 0
    দেশের শিক্ষা ব্যবস্হা ধংশের পথে, স্কুল কলেজ মাদ্রসার ছাত্র ছাত্রীদের অবিভাকরা অসহত্যের মধ্যে দিন কাটাচ্ছে, চোঁখের সামনে নিজ সন্তানের ধংশ দেখেও কিছুই করার নেই, শিক্ষা সমাজ ব্যবস্হা অবনতির কারন সরকার ই, করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে নিজেদের সর্বনাশ ই ডেকে আনছে সরকার, অভিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুরোধ করছি,,,
    Total Reply(0) Reply
  • রুহুল আমীন যাক্কার ১৩ জুন, ২০২১, ১০:৫১ এএম says : 0
    করোনায় সংক্রমণের দোহাই দিয়ে মসজিদগুলোও প্রায় বন্ধ করে দেয়া হয়েছিলো। হাত ধোয়া, তিন ফিট ফাঁক ফাঁক দাঁড়ানো, মাস্ক পরা ইত‍্যাদি হেনতেন কত শর্ত দেয়া হলো। কিন্তু সাধারণ মানুষ কোনো কিছুরই তোয়াক্কা না করে পূর্বের ন‍্যায় স্বাভাবিক নামাজ পড়ছে। কই,কোনো অসুবিধা হয়নিতো? গার্মেন্টস খোলা হলো, গণপরিবহন চালু হলো, হাট-বাজার সেই আগের মতই চলছে, চলছে অফিস- আদালত; করোনা সংক্রমন যে গতিতে হওয়ার সে গতিতেই হচ্ছে। শুধুই রয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের নব্বই শতাংশ মানুষের বিশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও করোনা সংক্রমণ স্বাভাবিক থাকবে। বিধায় বৃহৎ স্বার্থ বিবেচনা করে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Abu Ahmad helalee ১৩ জুন, ২০২১, ১:১৫ পিএম says : 0
    এখন আমাদের বিশ্বাস স্কুল কলেজ মাদ্রাসা খুলে দিলেও আল্লাহর রহমতে কোন অসুবিধা হওয়ার কথা না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ