Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন সফল করতে আ.লীগের সভা

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ এএম

আগামী ২১ জুন ইউপি নির্বাচন সম্পন্ন করতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আ.লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা সদর আলেকজান্ডার মুক্তিযুদ্ধা ভবনে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। সভায় বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক আবু নাছের, রামগতি পৌরসভা আ.লীগের সভাপতি সাঈদ পারভেজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ রাকিব, ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন চররমিজ ইউনিয়নের মুজাহিদুল ইসলাম দিদার, চরপোড়াগাছা ইউনিয়নের নুরুল আমিন হাওলাদার ও চরবাদামের শাখাওয়াত হোসেন জসিম প্রমুখ। সভায় গোলাম ফারুক পিংকু বলেন, নৌকা মার্কার সমর্থিত প্রার্থীদেরকে বিজয়ী করতে সকল দ্বন্দ্ব ও গ্রুপিং ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ