Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলকুচিতে গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বেলকুচি প্রথম শ্রেণির পৌরসভায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওভার ট্যাংক স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে সোহাগপুর কলেজহাট (কাঠপট্টি) প্রাঙ্গনে এই কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ওয়ালী উল্লাহ্, বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমদ, থানার ওসি গোলাম মোস্তফা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদূর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ