Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোলা খাবার পরিহারে প্রচারণা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০২ এএম

স্টিট ফুড, ফাস্ট ফুড ও খোলা খাবার পরিহার করে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন শুরু করেছে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ। গতকাল শনিবার সকাল ১০টায় ঝালকাঠি সদর হাসপাতালের সভাকক্ষে এ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডা. আবুয়াল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সদর হাসপাতালের আবাসিক ডা. জাফর আলী দেওয়ান। সভায় শিক্ষক, পুরোহিত, ব্যবসায়ী জনপ্রতিনিধিসহ ২৫ জন অংশগ্রহণ করেন। এ বিষয়ের ওপর আজমীরী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ গাড়ি ব্যবহার করে গান ও পথ নাটকের মধ্য দিয়ে ফাস্টফুড ব্যবহারের ক্ষতি বিষয় তুলে ধরে প্রচার প্রচারণা শুরু করেছে। স্বাস্থ্য বিভাগের শিক্ষা ব্যুরো এ বিষয়ে তদারকি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ