Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুন্ডুতে বাবা-মাকে নির্যাতনের দায়ে ছেলের কারাদণ্ড

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : পিতা-মাতাকে নির্যাতন করার অপরাধে জেলার হরিণাকুন্ডুতে ছেলে বিল্লাল হোসেনকে (২১) ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে এ আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, চটকাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী সবুরা খাতুনকে শারীরিক ভাবে নির্যাতন করতো তার নেশাগ্রস্থ ছেলে বিল্লাল হোসেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে দণ্ডবিধি ৩৫২ ও ৩৫৮ ধারা মোতাবেক ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ