Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবি, ১ লাশ উদ্ধার, নিখোঁজ ২৫

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ (এমএল ঐশী) ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২৫ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান লঞ্চ ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, পুলিশ সুপার আখতারুজ্জামান জানিয়েছেন, অন্যরা উদ্ধার হলেও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ