Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীরের আস্তানা থেকে ২টি হরিণ উদ্ধার, আটক ১

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১:৩১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত পীর তছের উদ্দিনের আস্তানা থেকে ২টি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। এ সময় শের খান নামে একজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা বন র্কমর্কতা আবু বক্কর সিদ্দিক দৌলতপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা নাসির উদ্দিনের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করেন।

বন র্কমর্কতা আবু বক্কর সিদ্দিক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কল্যাণপুরে অবস্থিত তছের পীরের আস্তানার ভিতরে অবধৈভাবে ২ টি হরিণ পালন করা হচ্ছে। বুধবার রাতে উপজলো প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্যপ্রানী সংরক্ষণ আইন ২০১৭ মোতাবেক কথিত পীর তছের উদ্দিন ও পীরের শ্যালক শের খাঁন এর নামে মামলা করা হয়েছে। তিনি আরো জানান, পীর তছের পলাতক রয়েছে। তবে, পীরের শ্যালক শের খাঁনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা নাসির উদ্দিন জানান, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা পুলিশ তছের পীরের আস্তানায় অবৈধভাবে পালন করা হরিণ দু’টি উদ্ধার কাজে বন বিভাগকে সহযোগিতা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জানান, তছের পীরের আস্তানার মধ্যে হরিণ আছে সংবাদ পাবার পর হরিণ দু’টি উদ্ধারের জন্য আমরা আস্তানায় অভিযান পরিচালনা করি। দু’টি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, হরিণ দুটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য খুলনা বিভাগীয় বন কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।
উল্লখ্যে গত ৬ জুন তছের পীরের আস্তানায় রাশেদ (৩০) নামে এক ভক্ত কে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত রাশেদের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীর তছের সহ ১০ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে আসামী করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করনে।
এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করলেও কথিত পীর তছের উদ্দিনসহ অন্য আসামিরা পলাতক রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ