Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ার অপবাদের জবাবে পুরুষাঙ্গ কাটলো এক স্বামী

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১:২২ পিএম

পরকীয়ার অপবাদ দেওয়ায় কুষ্টিয়ার কুমারখালিতে নিজের বউয়ের উপর অভিমান করে পুরুষাঙ্গ কাটার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
জানা যায়, উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামের মুঞ্জল মণ্ডলের ছেলে মুনতাজ আলী(৫২) বউয়ের উপর অভিমান করে নিজের পুরুষাঙ্গের অর্ধেকের বেশি কেটে ফেলেছে।
অসুস্থ অবস্থায় কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মুনতাজ আলী জানান, তার নিজের বউ পাশের বাড়ির একটি মহিলার সাথে পরকীয়ার অভিযোগ আনে।বুধবার সকালে পবিত্র কুরআন ছুঁয়ে এমন নোংড়া কাজ করেনি বলে জানালেও তাঁর বউ বিশ্বাস করে নাই।
আর এই অভিমানে বুধবার রাত আটটার সময় নিজ ঘরে দ্যা দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের ৭৫ শতাংশই কাটা হয়েছে। প্রসঙ্গত, গুরুতর অসুস্থ অবস্থায় মুনতাজ আলীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার বউকে অনুতপ্ত অবস্থায় পাশে থাকতে দেখা গেছে।
বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট আবাসিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ