Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে শিক্ষক নিয়োগের তোড়জোড়, প্রতিবাদে ইউজিসিকে চিঠি

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১১:১৮ এএম

অনলাইন পক্রিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগ ৬ জন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। এই জন্য আগামী ১২ জুন অনলাইনে সিলেকশন বোর্ড (মৌখিক পরীক্ষা) আহ্বান করা হয়েছে।

এই নিয়োগ পক্রিয়ার বিরোধীতা করে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে বিভাগটির ৮ জন শিক্ষক।

এতে উল্লেখ করা হয়, ‘বিভাগীয় শিক্ষা পর্ষদের সভায় কোন আলোচনা ছাড়াই এই ৬ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে যা নিয়মবহির্ভূত।’

এতে আরও বলা হয়, ‘প্রায় ১ বছর ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। এমন পরিস্থিতিতে ৬ জন শিক্ষক নিয়োগ কেবল অপ্রয়োজনীয় নয় দুরভিসন্ধিমূলক। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়েই অনলাইনে এ পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেয়নি, এর মাধ্যমে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে।’

এছাড়া অনলাইন কানেকশন সমস্যার কারণে কোনো যোগ্য প্রার্থী অবমূল্যয়নের শিকার হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এই চিঠিতে স্বাক্ষর করেন দর্শন বিভাগের অধ্যাপক মো. মঞ্জুর ইলাহী, অধ্যাপক মো. কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক মো. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক আবদুছ ছাত্তার ও সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।

তবে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর বলেন, ‘বিজ্ঞপ্তির আগে বিভাগীয় শিক্ষা পর্ষদে আলোচনা না করলেও বিজ্ঞপ্তির পরে অনুষ্ঠিত সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে।’

শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘বিভাগে গত ১০ বছরে কোন শিক্ষক নিয়োগ হয়নি। বর্তমানে ৯ জন শিক্ষকের সংকট রয়েছে। কারণ ৫ জন অবসরে, বাকি ৪ জন শিক্ষা ছুটিতে রয়েছেন। শিক্ষক সংকটের কারণে ক্লাস বন্টনে সমস্যা হচ্ছে। তাই অতিদ্রুত আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ দেয়া খুবই প্রয়োজন।’

মহামারীর এই সময়ে জাবিতে অনলাইনে নিয়োগের মৌখিক পরীক্ষার বিষয়ে অবগত নন জানিয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম বলেন, ‘অনলাইনে শিক্ষক নিয়োগ কোন ভাবেই হতে পারে না। বোর্ডে একজন প্রার্থীকে সামনাসামনি দেখতে হয়, তার সার্টিফিকেট দেখতে হয়। অনলাইনে এসব কীভাবে সম্ভব?। তিনি পরিবেশ পরিস্থিতি ভাল হলে নিয়োগ পক্রিয়ায় যাওয়ার কথা বলেন।’

প্রসঙ্গত, দেড় বছরের বেশি সময় ধরে দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপরও একের পর এক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে জাবি প্রশাসন। গত চারমাসে বিভিন্ন বিভাগে ৩৭জন শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়ে ক্যাম্পাসে চলছে নানা সমালোচনা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ