Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রফতানি কার্যক্রম সহজীকরণে বাণিজ্য সচিব বিজিএমইএ সভাপতি আলোচনা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৬:৫৬ পিএম

পোশাক শিল্পের রফতানি কার্যক্রম সহজীকরণের বিষয়ে বাণিজ্য মন্ত্রনালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এর সাথে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আলোচনা করেছেন। বুধবার (৯ জুন) আলোচনার সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী ও বিকেএমইএ এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, করোনা মহামারিতে পোশাক শিল্প ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। এ পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখা এবং প্রতিকূল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাক শিল্প উদ্যোক্তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পোশাক শিল্পের রফতানি কার্যক্রম সহজীকরণের উদ্যোগ নেয়া হলে তা শিল্পকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে এবং উদ্যোক্তাদের মধ্যে স্বস্তি আনয়ন করবে বলে বিজিএমইএ সভাপতি মত প্রকাশ করেন। তিনি কোভিড পরিস্থিতিতে পোশাক শিল্পের রফতানি কার্যক্রম সহজীকরণে উদ্যোগ গ্রহণের জন্য বাণিজ্য সচিবকে অনুরোধ জানান।

বাণিজ্য সচিব বলেন, পোশাক শিল্পের রফতানি বাণিজ্যকে আরও কিভাবে সহজীকরণ করা যায় এবং রফতানি বাণিজ্য ব্যয় কিভাবে হ্রাস করা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ