Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারী জমির উপর ব্যাংকের শাখা হওয়ার পরও ৩১ বছর যাবত ভাড়া আদায়

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৪:২০ পিএম

সরকারি জমির উপর ঘর নির্মাণ করে ব্যাংকের কাছে ভাড়া দিয়ে ৩১ বছর ধরে ভাড়া উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) যাদুরহাট শাখার এঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, ১৯৮৯ সালের ১লা জুন ওই ইউনিয়নের জনৈক আজিজার রহমান চৌধুরীর পুত্র আবুল কাশেম চৌধুরী বেড়াডাঙ্গা মৌজার জেএলনং ৯৯ এর ১৫১ খতিয়ানে ৯২০৬ বাটা ১০১৩৬ দাগে ৪ শতাংশ জমির উপর আধাপাকা টিনসেড ঘর নির্মাণ দেখিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর যাদুরহাট শাখার সাথে ভাড়ায় চুক্তিবদ্ধ হয়। কয়েক দফায় জরাজীর্ণ ব্যবহারে অনুপোযোগী শাখা ভবনটির ভাড়াবৃদ্ধি হলেও বছর খানেক আগে নতুন করে ভাড়া বৃদ্ধির এগ্রিমেন্ট করার সময় বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের। সূত্র জানায়, যে দাগ ও খতিয়ানের কাগজপত্র দিয়ে আবুল কাশেম চৌধুরী রাকাবের সাথে চুক্তিপত্র করে সেই জমি থেকে প্রায় তিনশতগজ দূরে রয়েছে বর্তমানে শাখা ভবনটি। একই সূত্র জানায়, চুক্তি পত্রের সাথে আবুল হোসেন চৌধুরী যে সমস্ত কাজপত্র দাখিল করেছেন তাও সঠিক নয়। ২০১৬ ইং সালের ৪ঠা ফেব্রয়ারি সহকারি কমিশনার (ভূমি), নীলফামারী সদর বেড়াডাঙ্গা মৌজার উল্লিখিত (৯২০৬ দাগের ১.২৪ একর ও ৯২০৬/১০১৩৬ দাগের ০.২১ একরসহ মোট) ১.৪৫ একর জমি ১৯৭৫ সালের ২রা জুন ১০২৮৪ নং দলিল মূলে সামছুল হুদা চৌধুরী, পিতা মৃত-আমানতুল্যা চৌধুরী ও এয়াকুব আলী, পিতা মৃত-এছলাম উদ্দিন চৌধুরী সোটা পীর সরকারি প্রাইমারী স্কুলের নামে ডেপুটি কমিশনার, রংপুর-এর নামে দলিল করে দেয় মর্মে প্রতিবেদন দেন। এছাড়া চাপড়া সরমজানী ইউনিয়ন ভূমি অফিস ১৯৯৪ সালের ২৫মে উল্লেখিত দাগের জমি আবুল কাশেমের নয় মর্মে উল্লেখ করে উক্ত জমি মাহাতাব উদ্দিন গং এর বলে প্রতিবেদন দেয়। অভিযোগ পাওয়া গেছে, বিষয়গুলি যথাসময়ে ব্যাংকের উপর মহলে জানানোর পরেও বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে একটি মহলের যোগসাযোশে দীর্ঘ ৩০ বছর ধরে ভাড়া আদায় করে আসছেন আবুল কাশেম চৌধুরী। এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন জমি নিয়ে বিরোধের বিষয়টি তিনি শুনেছেন, তবে পূর্বের চুক্তি অনুয়ায়ী চলতি বছরের মার্চ মাসে ভাড়া বৃদ্ধিসহ নতুন করে এগ্রিমেন্ট করা হয়েছে। এ ব্যাপারে রাকাব, জোনাল ব্যবস্থাপক আজিজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমির মালিকানার বিষয়ে শাখা ব্যবস্থাপক যা বলবেন তাই সঠিক। অপরদিকে জমির মালিকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার পুত্র সিরাজ চৌধুরী বলেন, এটা তাদের পৈত্রিক সম্পত্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ