বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘কারো পৌষ মাস, আর কারো সর্বনাশ’ লকডাউনের সুযোগ নিয়ে নোয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। চাল, ডাল, আটা থেকে শুরু করে মাছ, গোশত, তরিতরকারী, শাকসবজীসহ প্রতিটি আইটেমে কেজিপ্রতি গড়ে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
৩৫ টাকা কেজির পিঁয়াজ ৬০/৬৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মোটা চাল ৪২/৪৩ টাকার স্থলে কেজি ৫০/৫২ টাকায় বিক্রি হচ্ছে। গরুর গোশত ৫৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটি আইটেমের মূল্যবৃদ্ধি করেছে স্থানীয় ব্যবসায়ীরা। নোয়াখালীতে চতুর্থ দিনের বিশেষ লকডাউন চলছে। আর এ সূযোগে অসাধু ব্যবসায়ীদের পোয়াবারো। লকডাউনের মধ্যে মালামালবাহী যানবাহন চলাচল করছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা পণ্য সরবরাহ সঙ্কট দেখিয়ে ইচ্ছেমত মূল্যবৃদ্ধি করছে। আর এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।