Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিজের সংগ্রামী জীবনের কথা বললেন বর্ষা

| প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০১ এএম

চিত্রনায়িকা বর্ষা আজ সফল একজন মানুষ। সিনেমা জগতে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি ঘর-সংসার নিয়েও সুখে আছেন। বিশিষ্ট শিল্পপতি, জনপ্রিয় নায়ক, প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী তিনি। তাদের দুই পুত্র সন্তান। তারা বেশ সুখে আছেন। তবে বর্ষার জীবন পুষ্প আচ্ছাদিত ছিল না। আজকের সফল অবস্থানে আসতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের সংগ্রামমুখর জীবনের কথা শোনান। বর্ষা তার সংগ্রাম মুখর জীবনের কথা বলতে গিয়ে বলেন, আমি খুব সাধারণ ঘরের মেয়ে ছিলাম। এমনও হয়েছে সকালে আনমনে স্কুলে চলে গিয়েছিলাম। আমার ঘরে খাবারও ছিল না যে খেয়ে যাব। একদিন হঠাৎ স্কুলে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার টিচার আমাকে তার বাসায় নিয়ে গিয়ে ডিম দিয়ে খিচুড়ি খাইয়েছিলেন। তারপর আবার ক্লাসে আসি। এ কথা বলতে গিয়ে বর্ষা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার ৮-১০ বছর পর্যন্ত অনেক কষ্টে দিন কেটেছে। খাবারটাও ঠিকমতো পাইনি। তারপর আলহামদুলিল্লাহ, আমার পরিবার এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পেরেছে। ছোটবেলা থেকেই মানুষের ভালোবাসা অনেক বেশি পেতেন বলেন জানান বর্ষা। তিনি বলেন, প্রাইমারি শেষ করে হাইস্কুলে যাওয়ার পরও টিচারদের ভালোবাসা পেয়েছি। বার্ষিক অনুষ্ঠানে নাটক করতে শিক্ষকরা আমাকে ছেলেদের চরিত্রগুলো দিতেন। একবার চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে কলম উপহার পেয়েছিলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ