প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রিয়াঙ্কা চোপড়ার দূর সম্পর্কের বোন এবং দক্ষিণ ভারতের চলচ্চিত্র তারকা মীরা চোপড়ার পর এবার অসদুপায় অবলম্বন করে কোভিড-১৯ টিকা নেয়ার অভিযোগ উঠেছে টিভি অভিনেত্রী সৌম্য ট্যান্ডনের বিরুদ্ধে। মীরার মত সৌম্যও দাবি করেছেন এই গুজব মিথ্যা এবং তার যে পরিচয়পত্র নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া। ‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিটকমের প্রাক্তন এই অভিনেত্রী টুইট করেছেন, ‘কিছু সংবাদ মাধ্যমে যেমন প্রকাশিত হয়েছে আমি অসদুপায় অবলম্বন করেছে থানের একটি কেন্দ্র থেকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছি তা অসত্য। আমি আমার বাড়ির কাছেই একটি কেন্দ্র থেকে সঠিক নিয়মে টিকা নিয়েছি। অসমর্থিত সংবাদও দাবিতে বিশ্বাস করবেন না।’ তিনি আরও দাবি করেন, সামাজিক মাধ্যমে তার যে ছবি এবং পরিচয়পত্রের ছবি ছড়িয়েছে সেগুলো ভুয়া। ‘পরিচয়পত্রটিতে কোনও কর্তৃপক্ষের বৈধ সিল নেই। আর তা যদি না হয় তাহলে তো সেটি বৈধ নয়,’ সৌম্য বলেন। সম্প্রতি তার বিরুদ্ধে কয়েকটি সংবাদ মাধ্যমে অসদুপায় অবলম্বন করে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেবার অভিযোগ প্রকাশিত হলে সৌম্য আত্মপক্ষ সমর্থন করে টুইট করেন। ‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিটকমে আনিতা মিশ্র’র ভূমিকায় অভিনয় করে সৌম্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। গত বছর তিনি সিরিজটি ছেড়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।