Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাল চিত্রনাট্যের অপেক্ষায় আছেন রিকি মার্টিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০২ এএম

পপ তারকা রিকি মার্টিন চলচ্চিত্র এবং টিভি সিরিজে অভিনয় করার কথা বিবেচনা করছেন। তিনি জানিয়েছেন এ পর্যন্ত তিনি খুব কমই অভিনয়ে প্রস্তাব পেয়েছেন। ‘মারিয়া’, ‘লিভিন’ লা ভিডা লোকা’, ‘নোবডি ওয়ান্টস টু বি লোনলি’, ‘কাপ অফ লাইফ’ এবং ‘হালেও’ গানগুলোর জন্য খ্যাত ৪৯ বছর বয়সী পুয়ের্তো রিকান গায়ক কিং অফ ল্যাটিন পপ হিসেবে সমধিক পরিচিত। মার্টিন রায়েন মার্ফির ‘গ্লি’ এবং ‘অ্যামেরিকান ক্রাইম স্টোরি : দি অ্যাসাসিনেশন অফ জিয়ানি ভার্সাচি’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। পিপল সাময়িকীতে এক সাক্ষাতকারে তিনি জানান বিভিন্ন ভূমিকায় অভিনয় সক্ষম বলে তিনি অভিনয়ে আগ্রহী। ‘আমি অভিনয় ভালবাসি। আমি সেসব চিত্রনাট্যের অপেক্ষায় আছি, যেগুলো অসাধারণ। আমি সমকামী, স্বাভাবিককামী, সিরিয়াল কিলার, লাতিনোর ভূমিকায় অভিনয় করতে পারব, আমি ইউরোপীয় ভূমিকায়ও অভিনয় করতে পারব। আমি তৈরি, আমাকে চিত্রনাট্য দিন। আমাকে দিন,’ মার্টিন বলেন। ১০ বছর আগে জানা যায় তিনি সমকামী। তিনি কৌতূহলী এই কারণেই তিনি ফিল্মে সুযোগ পাচ্ছেন না কিনা। ‘আমি জানি না সমকামী বলে আমি সুযোগ পাচ্ছিনা কিনা। যদি তাই হয় এটা দুঃখজনক। অবস্থা বদলাবার আগে পর্যন্ত চেষ্টা করে যাব,’ তিনি আরও বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ