Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০২ এএম

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন’ প্রাণিসম্পদ প্রদর্শনীর এই প্রতিপাদ্যে বাগেরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলা প্রণিসম্পদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের অয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিতে এ অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম জাকির হোসেন, মল্লিক শাহীন আকতার প্রমুখ। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রদর্শনীতে হাস-মুরগি, গবাদি পশু, কবুতরসহ বিভিন্ন প্রাণি দিয়ে ২৭টি স্টল সাজানো হয়। পরে সফল খামারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ