Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ গাছ

প্রাণহানির আশঙ্কা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০২ এএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার সড়কের ওপর মাটিবিহীন গাছ ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় মাটি ধসে প্রাণহানি ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সরজমিনে দেখা যায়, কাপ্তাইয়ে বিভিন্ন এলাকায় এবং কাপ্তাই-চট্টগ্রামের প্রধান সড়কের ওপর লগগেট এলাকা হতে বড়ইছড়ি পর্যন্ত অনেক গাছের মাটি সরে গিয়ে শিকড় বাইর হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
সড়কের নিচ দিয়ে চলাচল করছে কাপ্তাই-চট্টগ্রামের বাণিজ্যিকসহ ব্যাক্তিগত যান চলাচল। যান চলাচলে যে কোনো সময় মাটি ধসে ঝুঁকিপূর্ণ গাছ পরে প্রাণহানির ঘটনার আশঙ্কা করছে চালকরা। এছাড়া কাপ্তাইয়ের লগগেট, ঢাকাইয়া কলোনী, বারঘোনা, শিলছড়ি অনেক ঝুঁকিপূর্ণ গাছের নিচে বসবাস করছে লোকজন।
কাপ্তাইয়ের অটোরিকশাচালক সমিতির সম্পাদক মো. ইমান আলী জানান, আমরা কাপ্তাই-চট্টগ্রামের সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালাই অনেক ভয়ের মাঝে। কাপ্তাই লগগেইট এলাকায় বেশ কয়েকটি গাছ মাটিবিহীন ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে। এ গাছগুলো বনবিভাগ চিহ্নিত করে অপসারণ না করলে যে কোনো সময় সড়কে গাছ পরে প্রাণহানি ঘটতে পারে। এছাড়া গত বর্ষা মৌসুমে ও সড়কের ওপর গাছ পরে সকল ধরণের যান চলাচন বন্ধ হয়ে যায়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিল উল রহমান জানান, এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তাগণ সরেজমিন দেখে কার্যকর ব্যবস্থা নিবে বলে তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ