Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাবগঞ্জে মাদরাসা উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০২ এএম

দিনাজপুরের নবাবগঞ্জে কোরআনের আলো ছড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হলো উপজেলার হাঁসারপাড়া গ্রামের মদিনাতুল উলুম রহমানিয়া মাদরাসা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন, রংপুর জামিয়া কারিমীয়া জুম্মাপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইদরীছ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর মারকায মসজিদের তাবলীগের আমির মাওলানা মো. ইসমাঈল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মুফতি মো. ইউনুস আলী, দেওগাঁ ইমাম বক্স ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. ইকরামুল হক, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান প্রমুখ। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে দাউদপুর ইউনিয়নের হাঁসারপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হলো মদিনাতুল উলুম রহমানিয়া মাদরাসা। মাদরাসাটি দ্বীনি শিক্ষা বিস্তারে ব্যপক ভূমিকা পালন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ