বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী এলাকায় করোনা আক্রান্ত রোগীদের চাহিদা অনুযায়ী খাদ্য, ওষুধ ও অক্সিজেন পৌঁছে দেবে নোয়াখালী পৌরসভার প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক। ৯টি দলে ভাগ হয়ে কাজ করবে তারা।
মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভায় এ তথ্য জানান, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। এ সময় করোনা আক্রান্তদের সেবায় স্বেচ্ছাসেবক দলটি তৈরি করা হয়।
মেয়র শহিদ উল্যাহ খান সোহেল জানান, ইতোমধ্যে নোয়াখালী পৌরসভা ও সদরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে সংক্রমণ রোধে সেচ্ছাসেবকদের দিয়ে আক্রান্ত তথা লকডাউনকৃত বাড়িতে চাহিদা অনুযায়ী খাদ্য, ওষুধ ও অক্সিজেন পৌঁছে দেয়া হবে। আক্রান্তদের সার্বিক সেবায় পৌরসভায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ কর্তৃক আক্রান্তের তালিকা অনুযায়ী পৌরসভার কন্ট্রোল রুম থেকে আক্রান্তদের প্রতিদিন ফোন করে খোঁজ খবর নেওয়া হবে। এতে করে আগামীতে পৌরসভায় করোনা সংক্রমণ কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম ছিদ্দিকী রাজু, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা সুলতানা’সহ অনেকে।
প্রসঙ্গত: গত কয়েকদিনে আশংকাজনক হারে নোয়াখালী পৌরসভায় করোনা সংক্রমণ ও রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় ২৬৮জনের নমুনা পরীক্ষা করে জেলায় ৫৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। যার মধ্যে সদর উপজেলায় ৩৫জন রোগী রয়েছে।
†bvqvLvjx †cŠi GjvKvq K‡ivbv †ivMx‡`i Lv`¨, Ilya I Aw·‡Rb †cuŠ‡Q †`‡e †`ok †¯^”Qv‡mex
†bvqvLvjx ey¨‡iv : †bvqvLvjx GjvKvq K‡ivbv AvµvšÍ †ivMx‡`i Pvwn`v Abyhvqx Lv`¨, Ilya I Aw·‡Rb †cuŠ‡Q †`‡e †bvqvLvjx †cŠimfvi cÖvq †`ok †¯^”Qv‡meK| 9wU `‡j fvM n‡q KvR Ki‡e Zviv|
g½jevi `ycy‡i †cŠimfv Kvh©vj‡q GK Av‡jvPbv mfvq G Z_¨ Rvbvb, †cŠi †gqi kwn` Dj¨vn Lvb †mv‡nj| G mgq K‡ivbv AvµvšÍ‡`i †mevq †¯^”Qv‡meK `jwU ˆZwi Kiv nq|
†gqi kwn` Dj¨vn Lvb †mv‡nj Rvbvb, B‡Zvg‡a¨ †bvqvLvjx †cŠimfv I m`‡i K‡ivbv Avµv‡šÍi msL¨v e„w× †c‡q‡Q| fwel¨‡Z msµgY †iv‡a †m”Qv‡meK‡`i w`‡q AvµvšÍ Z_v jKWvDbK…Z evwo‡Z Pvwn`v Abyhvqx Lv`¨, Ilya I Aw·‡Rb †cuŠ‡Q †`qv n‡e| AvµvšÍ‡`i mvwe©K †mevq †cŠimfvq GKwU K‡›Uªvj iæg †Lvjv n‡q‡Q| ¯^v¯’¨ wefvM KZ…©K Avµv‡šÍi ZvwjKv Abyhvqx †cŠimfvi K‡›Uªvj iæg †_‡K AvµvšÍ‡`i cÖwZw`b †dvb K‡i †LuvR Lei †bIqv n‡e| G‡Z K‡i AvMvgx‡Z †cŠimfvq K‡ivbv msµgY Kg‡e e‡jI Avkv cÖKvk K‡ib wZwb|
Av‡jvPbv mfvq Ab¨‡`i g‡a¨ e³e¨ iv‡Lb, c¨v‡bj †gqi iZb K…ò cvj, †bvqvLvjx m`i Dc‡Rjv fvBm †Pqvig¨vb b~i Avjg wQwÏKx ivRy, mnKvwi Kwgkbvi (f‚wg) dv‡Zgv myjZvbvÕmn A‡b‡K|
cÖm½Z: MZ K‡qKw`‡b AvksKvRbK nv‡i †bvqvLvjx †cŠimfvq K‡ivbv msµgY I †ivMxi msL¨v †e‡o‡Q| MZ 24 N›Uvq 268R‡bi bgybv cixÿv K‡i †Rjvq 59 R‡bi kix‡i K‡ivbv fvBiv‡mi msµgY aiv c‡o| hvi g‡a¨ m`i Dc‡Rjvq 35Rb †ivMx i‡q‡Q|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।