পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত ২৩ কোম্পানির মধ্যে ২১টি বা ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আর বাকি ২টি বা ৯ শতাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের। কোম্পানিটির ১০ কোটি ৭০ লাখ টাকার ২৯ লাখ ৫৭ হাজার ৩৭৩টি শেয়ার হাতবদল হয়েছে। এরপরই একই খাতের প্রাইম ফাইন্যান্সের দর বেড়েছে ৬.৮০ শতাংশ। এদিন কোম্পানিটির ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের দর বেড়েছে ৫.৮০ টাকা। এদিন কোম্পানিটির ৯৭ লাখ ৪৩ হাজার টাকায় ১০ লাখ ৭১ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এদিন কোম্পানিটির মোট এক কোটি ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খাতভিত্তিক এই খাতের টাকার অঙ্কে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির ৩৮ লাখ ১৪ হাজার ৫৪৩টি শেয়ার মোট এক হাজার ৬২৩ হাওলায় লেনদেন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।