Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্থিক খাতের ৯১ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত ২৩ কোম্পানির মধ্যে ২১টি বা ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আর বাকি ২টি বা ৯ শতাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের। কোম্পানিটির ১০ কোটি ৭০ লাখ টাকার ২৯ লাখ ৫৭ হাজার ৩৭৩টি শেয়ার হাতবদল হয়েছে। এরপরই একই খাতের প্রাইম ফাইন্যান্সের দর বেড়েছে ৬.৮০ শতাংশ। এদিন কোম্পানিটির ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের দর বেড়েছে ৫.৮০ টাকা। এদিন কোম্পানিটির ৯৭ লাখ ৪৩ হাজার টাকায় ১০ লাখ ৭১ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এদিন কোম্পানিটির মোট এক কোটি ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খাতভিত্তিক এই খাতের টাকার অঙ্কে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির ৩৮ লাখ ১৪ হাজার ৫৪৩টি শেয়ার মোট এক হাজার ৬২৩ হাওলায় লেনদেন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক খাতের ৯১ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ