Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০২ এএম

অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝালকাঠি ও নরসিংদীতে মানববন্ধন করেছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গতকাল সোমবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি এম নাঈম খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম ও মুহাম্মদ আব্দুল কাদের। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়েছে।
অনেকে ঝড়ে পড়েছেন, অনেকে বিপদগামী হচ্ছে। মাদক ও মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। বাজার-মার্কেট, গার্মেন্টস ও গণপরিবহন স্বাভাবিক নিয়মে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে। অযৌক্তিক কারণে শিক্ষার্থীদের ধ্বংস করার পেছনে একটি চক্র ষড়যন্ত্র করছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী ফয়েজী বলেছেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে আল্লাহভীতি ও আল কোরআন শিক্ষা হয়। ২৪ ঘণ্টা কোরআন তিলাওয়াত করা হয়। সকল সময় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ-শিক্ষার্থীরা পবিত্র থাকেন।
দেশ ও জাতির কল্যাণে সব সময় দোয়া করা হয়।
আর সেই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে করোনা মহামারী থেকে আমরা কখনো মুক্তি পাবো না। করোনা এটা আসমানী গজব। আল্লাহর রহমত ছাড়া এ আসমানী গজব থেকে মুক্তি পাবো না। সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানাচ্ছি। গতকাল সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপত্বি করেন ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি জিএম মোবারক হোসাইন, বক্তব্য রাখেন মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, যুব নেতা আবু তাকী মুহা. আশরাফ আলী, মুহাম্মদ শেখ সাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ